পা হারানো রাসেলকে আরও ২০ লাখ টাকা দিতে নির্দেশ

0
160

গ্রিন লাইন পরিবহনের চাপায় পা হারানো রাসেল সরকারকে তিন মাসের মধ্যে আরো ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীনলাইন পরিবহনকে নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় প্রাইভেটকার চালক রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর গ্রিন লাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করে।

রাসেল জানায়, বাসটি তার গাড়িকে ধাক্কা দিলে প্রতিবাদ জানাতে বাস থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস চালক তার ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গ্রীনলাইনের এ আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন রাসেলের আইনজীবী।

গ্রীনলাইনের আইনজীবী জানিয়েছেন মানবিক কারণে রায়ের বিরুদ্ধে আপিল করবে না গ্রীনলাইন কর্তৃপক্ষ।

রায়ে সন্তুষ্ট রাসেল। এদিকে দুর্ঘটনা ঘটলেই হাইকোর্টে কেউ চলে আসবে তা নয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করার কথা বলেছেন হাইকোর্ট।