যুক্তরাষ্ট্রে ফিরছেন সাকিব

0
85

এক বছর মেয়াদি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি মাসেই। আগামী ২৮ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে বাধা থাকবে না বাংলাদেশ দলের অল-রাউন্ডার সাকিব আল হাসানের। তার আগে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন অনুশীলন করতে। সাভারের বিকেএসপিতে ৫ সেপ্টেম্বর থেকে অনুশীলনও করেছেন। তবে লঙ্কা সফর স্থগিত হওয়ায় আবারও ফিরছেন দুই মেয়ে আর স্ত্রীর কাছে।

শ্রীলঙ্কার সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল চলতি মাসেই। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার আগে প্রথম টেস্ট থাকায় সেভাবেই প্ল্যান করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হচ্ছিল দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন তিনি। সাকিবের ফেরা নিয়ে বাংলাদেশ ও বিদেশী ক্রিকেটারদের ভ্রমণে সহায়তাকারী ওয়াসিম খান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সাকিবের ফেরার খবরটি।

তিনি বলেন, ‘সাকিব আজ রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।’ জানান গেছে দেশে নিষেধাজ্ঞা উঠে যাবার পর যোগ দেবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।