সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা করছে বাংলাদেশ-ভারত : পররাষ্ট্রমন্ত্রী

0
99

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে হলেও আকাশ ও সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা করছে ভারত ও বাংলাদেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে।

এবারের বৈঠকটি হয় ভার্চুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, তিস্তা চুক্তি আমরা মোটামুটি ফাইনাল করেছি; এটার ইম্প্লিমেন্ট শুরু হয়নি। কি কারণে হয়নি, আপনারা জানেন। এছাড়াও সড়কপথ খুলে দেওয়ার জন্য আহ্বান করেছি। মন্ত্রী আরও জানান, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত হয়েছে।