আইপিএল মোটেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির

0
83

তিনি বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান, অথচ আইপিএল এলেই বিরাট কোহলির কি যেন হয়ে যায়! চলতি আসরে তৃতীয় ম্যাচ খেলা হয়ে গেলেও কোহলির ব্যাটে ফ্লপ-শো চলছেই। প্রথম ম্যাচে সানরাইজার্সের বিপক্ষে ১৪, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেনের বিপক্ষে ১ রানের পর দুবাইয়ে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেমাত্র ৩ রানে ফিরলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, দুই ওপেনার শুরুটা দারুণ করার পর ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে নেমে মূল্যাবান ১১টি বল খরচ করেছেন!

পাঞ্জাব ম্যাচ চলাকালীন বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে সুনীল গাভাস্কারের একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিংবদন্তি কোহলির ব্যাটিং ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে স্ত্রী আনুশকাকে টেনে এনেছিলেন। গাভাস্কারের ভাষ্য, লকডাউনে কেবল আনুশকার বোলিং প্র্যাকটিস করেছেন কোহলি। অর্থাৎ লকডাউনে অনুশীলন না করা ক্রিকেটারদের পক্ষে দীর্ঘদিন পর মাঠে নেমে নিজেদের মেলে ধরতে যে অসুবিধা হচ্ছে সেটা বোঝাতেই এমন মন্তব্যের অবতারণা করেছিলেন গাভাস্কার।

আইপিএলে কোহলির ব্যাটে এমন কদর্য পারফরম্যান্স শেষ কবে হয়েছে, মনে করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। পেশাদার ক্রিকেটার এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলির ফর্মে ফেরার এই যে লম্বা প্রক্রিয়া সেটা কিন্তু মেনে নিচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর তাদের ধৈর্য্যের বাঁধ ভাঙল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হতে হয়েছে আরসিবি অধিনায়ককে। সোশ্যাল মিডিয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা বলছেন, ‘বিরাট তুমি প্রয়োজনে বিশ্রাম নাও, কিন্তু আত্মসম্মান নিয়ে এভাবে ছেলেখেলা করো না।’

কেউ আবার লিখেছেন, ‘আমি আমার পুরনো কোহলিকে ফেরত চাই। তোমার জন্যই আরসিবিকে সমর্থন করা। নইলে আরসিবিকে সমর্থনের কোনো কারণ নেই। এক ক্রিকেটপ্রেমী আবার কোহলির শেষ ৮টি আইপিএল ইনিংসের পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, ‘গত ৮ ইনিংসে ২৫ রান পেরোতে ব্যর্থ কোহলি।’ যদিও কঠিন সময়ে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসন কোহলির পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘এটা একজন ক্রীড়াবিদের জীবনের অঙ্গ।’