৩০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংস্কার চান ট্রাম্প

0
107

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩০ দিনের মধ্যে বড় পরিবর্তন দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় সংস্থাটিতে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অর্থায়ন বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম ঘ্যাব্রিয়াসুসকে উদ্দেশ্য করে লেখে একটি টুইট বার্তায় ট্রাম্প এমনটি জানান।

টুইটে ট্রাম্প লেখেন, উহান থেকে গত বছর ভাইরাস যে ভাইরাস ছড়িয়েছে সেটি নিয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন ধারাবাহিকভাবে উপেক্ষা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওই টুইট বার্তায় ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের হাতের পুতুল বলেও আখ্যায়িত করেন।