রিও কার্নিভ্যাল এবার হচ্ছে না

0
90

করোনাভাইরাস মহামারির কারণে বাতিল ও স্থগিত অনুষ্ঠানের তালিকায় এবার যোগ হয়েছে রিও ডি জেনিরি’র বিশ্ব বিখ্যাত কার্নিভ্যাল প্যারেড। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কথা জানায় কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারির দিক থেকে ব্রাজিল বিশ্বের অন্যতম। মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তে তৃতীয়স্থানে দেশটি, ৪৭ লাখের দিকে এগিয়ে চলছে।

লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে ২০২১ সালের ফেব্রুয়ারির রিও কার্নিভ্যাল আসর স্থগিত করা হয়েছে।

এই কার্নিভ্যালের আয়োজক প্রতিষ্ঠান, ইন্ডিপেনডেন্ট রিগ অব রিও ডি জেনেইরো সাম্বা স্কুলের সভাপতি হোর্হে কাস্তানহেইরা সাংবাদিকদের বলেন, “এবারের আসরটি স্থগিতের সিদ্ধান্তে পৌঁছেছি আমরা। আমরা এটা ফেব্রুয়ারিতে করতে পারব না। এই সময়ের মধ্যে প্রস্তুত হওয়ার মতো সাম্বা স্কুলের পর্যাপ্ত সময়, অর্থ ও প্রাতিষ্ঠানিক রসদ নেই।”

রিও কার্নিভ্যাল দেখতে প্রতি বছর ব্রাজিল ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক শহরটিতে ভিড় করে থাকে।

করোনাভাইরাসের কারণে ব্রাজিলের যেসব শহর বেশি ভুগছে এর মধ্যে রিও ডি জেনেরিও অন্যতম। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা সাও পাওলোর পরেই রিও’র অবস্থান।