ফেলে আসা দিনগুলি

0
125

ফেলে আসা দিনগুলি

আরফান আলী

ছেলেবেলায় সবাই মিলে করতাম কত খেলা,
সেই কথা মনে হলে আমার মন হয় উতালা!
গোল্লাছুট আর বৌ-ছি খেলা,
থাকতো মোদের বিকালবেলা।

মাঝে মধ্যে ছেলে মেয়ে দুই দলে ভাগ হতাম,
মেয়েদের সাথে জিতে কতই আনন্দই না পেতাম!
বড় হয়ে মাধ্যমিকে গেলাম যখন চলে,
সেই গোল্লাছুট আর বৌ-ছি খেলা থাকল না কপালে।

স্কুলে যেতাম সকাল বেলা, ফিরতাম বিকেলেতে,
গ্রাম্য খেলা আর হলো না আমার জীবনেতে।