করোনা নিয়ে তদন্তের পক্ষে ১২০টি দেশের সম্মতি

0
83

কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একাকী যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছিল রাশিয়া। এবার তারাই প্রাথমিকভাবে চীনের করোনা ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পক্ষে সম্মতি দিয়েছে।

করোনার নিয়ে তদন্তের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা পর্ষদে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের তোলা প্রস্তাবে সায় দিয়েছে ১২০টির বেশি দেশ। করোনাভাইরাসের উৎস কী সে বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।

গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়ে। বিশ্বের সব দেশেই ছড়িয়েছে করোনাভাইরাস। সবচেয়ে মৃত্যু ও সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। চীন এ ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে চীন সে দাবি অস্বীকার করেছে।

এবার যুক্তরাষ্ট্র তদন্তের প্রস্তাবে সায় দেওয়ার পাশাপাশি তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার জন্যও মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এতে দ্বিমুখী চাপে পড়েছে চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি।