সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ও জুলাই যোদ্ধা রেজানুল হক সবুজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি এবং মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান হালীম।
এ সময় তারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি বলেন, দেশের তরুণ ও ছাত্রসমাজ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অধিকার পুনরুদ্ধারে ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সরকার গঠনের জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অন্যদিকে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান হালীম বলেন, প্রবাসে অবস্থান করলেও বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার রয়েছেন। তিনি আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ও জুলাই যোদ্ধা রেজানুল হক সবুজ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার আজ মারাত্মকভাবে হুমকির মুখে। এই সংকট থেকে উত্তরণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ধানের শীষই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com