ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর–৬ আসনের (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর,নবাবগঞ্জ) ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন জনগণেই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা! কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ ইনশাআল্লাহ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসাবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকার নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি একই দিন দিনব্যাপী উপজেলার বুলাকীপুর ও তামাকুপাড়া গির্জা এলাকা, কলাবাড়ি, জয়রামপুর, লোহারবন্দ ও ভেলাইন গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় পথসভা ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু, দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com