খুলনা ব্যুরো : গত ৩০ নভেম্বর খুলনার আদালত চত্ত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুজন আসামিকে আটক করেছে র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক টীম।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৭৯ (ঊনআশি) টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়াল ইত্যাদি উদ্ধার করা হয়।
২৪ জানুয়ারী শনিবার দিবাগত রাতে (২৫ জানুয়ারি) র্যাব-৬ একটি আভিযানিক দল খুলনার রুপসা থানাধীন আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি খুলনার আইচগাতি এলাকার মোঃ ইমরান মুন্সীর ছেলে মোঃ রেজাউল মুন্সী হৃদয় ও
সাহাবুদ্দিন শেখের ছেলে মোঃ আলিফ হোসেন নয়ন কে আটক করে।
অভিযান পরিচালনার সময় উক্ত আসামিদ্বয় র্যাব সদস্যদের দেখতে পেয়ে তাদের উপর কুড়াল ও চাপাতি নিয়ে আক্রমণ চালায়। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যবৃন্দ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আসামিদ্বয়কে আটক করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com