হিলি প্রতিনিধি: এবার জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায় আমরা প্রতিহত করবো এবং আমরা প্রতিটি কেন্দ্র থেকে আমাদের হিস্সবা বুঝিয়ে না নিয়ে যেতে দিবো না। এবার জয় হবে দাঁড়িপাল্লা প্রতীককের ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা হাকিমপুর হিলি পৌরসভার চারমাথা মোড়ে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম।
রবিবার সন্ধ্যা ৭ টায় হিলি পৌর শহরের চারমাথা মোড়ে পৌর জামায়াতের আমীর সাইফুল এর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধানঅতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জনগনের রায়ে ক্ষমতায় আসলে জনগনকে সাথে নিয়ে হিলিকে মাদক মুক্ত করা হবে। প্রশাসনের উন্নয়ন করার প্রয়োজন হলে তা করা হবে।
তিনি আরও বলেন,জনগণের উপর আস্থা হারিয়েছে বিধায় জনগনকে ভয়ভীতি দেখাচ্ছে একটি বিশেষ দল। জনগণের মন ভালবাসা দিয়ে জয় করতে হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, হিলি স্থলবন্দরের যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে উন্নয়ন হয়নি। পৌরসভায় সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়। হিলি রেলস্টেশন বৃটিশের রেলস্টেশন কিন্তু আন্তঃনগর ট্রেন থামবে না কেন। প্রয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়ন ঘটিয়ে গণমানুষকে সাথে নিয়ে হিলিতে আন্তঃনগর ট্রেন থামাবার ব্যবস্থা করবো ।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান, আব্দুর রশিদ সহ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com