স্টাফ রিপোর্টার : হ্যাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দিলে দেশ আরো একশ বছর এগিয়ে যাবে, দেশ কে এগিয়ে নিতে আগামী ১২ই ফেব্রুয়ারিতে দাড়িপাল্লা ও হ্যাঁ ভোটে সমর্থন দেওয়ার আহ্বান করেন ভোলা সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
২৫শে জানুয়ারী বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যতে নজরুল ইসলাম বলেন, দাঁড়িপাল্লা ও ইনসাফের সরকার গঠিত হলে দেশে কোন অভাব থাকবে না, সৎ নিষ্ঠাবান শাসক থাকলে দেশের উন্নয়ন হবেই হবে।
দাঁড়িপাল্লা সরকার গঠন হলে ভোলায় শিল্প কারখানা হবে, ভোলার বেকার যুবকরা সেখানে যোগ্যতা অনুযারী চাকুরী পাবে, কারো ধর্না দিতে হবে না ইনশাআল্লাহ।
ভোলার স্থায়ী সমস্যা নদী ভাঙ্গণ রোধ, ভোলাবাসীর স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবার উন্নতিকরণ করা হবে দাঁড়িপাল্লা সরকার গঠন হলে বলেও জানান তিনি।
ভোলা সদর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী নজরুল ইসলাম বলেন, ইসলামের দিকে তাকিয়ে, ন্যায়ের দিকে তাকিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারিতে দাঁড়িপাল্লায় ভোট দিন।
নজরুল ইসলাম বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু কোন সংগঠন বা দল এ অধিকার হরণ করতে চাইলে তাদের জবাব দেওয়া হবে।
কেউ কেন্দ্র দখল করতে চাইলে বা পায়তারা করলে আমাদের লাশের উপর দিয়ে দখল করতে হবে।
রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে মাওলানা সালাউদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য মোতালেবপ্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com