কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার নির্বাচনী এলাকায় পথসভা করছেন।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচারনার চতুর্থদিনে রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী। এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: সাদ আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সদস্য হৃদয়সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। বিগত ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে সর্বচ্চ ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে, সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের নির্যাতনের মধ্যে দিয়েও যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দল থেকে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে আমি তথা ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আপনারা জানেন “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক ছিলেন। উনি দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়। তিনি আমাদের মাঝে আর নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে রাজনীতিতে আমার পথ চলা। বিএনপি জনমানুষের দল। অনেক নির্যাতনের পরেও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেনি, দেশের মানুষের কল্যানে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাই তার সম্মান রক্ষার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিগত সময়ে আমাকে আপনারা যে ভাবে পাশে পেয়েছেন আগামী দিনেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com