ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিএনপি থেকে বহিষ্কারের হুমকিসহ নানা প্রলোভনেও শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সাংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে চূড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচনী লড়াইয়ে রয়ে গেলেন (কাজী তাপস)।
ফলে ব্রাহ্মণবাড়িয়া- ৫ ( নবীনগর) আসন থেকে বিএনপির প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস একইসঙ্গে নির্বাচন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে রাতে বলেন, ‘কাজী তাপসকে বারবার বলার পরও তিনি তার মনোনয়নপত্রটি আজও প্রত্যাহার করেননি।
এটি তিনি ঠিক করেননি। তাই তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস রাতে এ প্রতিবেদককে বলেন, ‘আমার মরহুম বাবা কাজী আনোয়ার হোসেন এ আসনে চারবার এমপি ছিলেন। বাবার রেখে যাওয়া বিএনপির অগণিত নেতাকর্মী সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আমার সঙ্গেই আছেন।’
মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আপনাকে নাকি বিএনপি থেকে বহিষ্কার করা হবে, তখন কি করবেন? এ প্রশ্নের জবাবে জেলা বিএনপির অর্থ সম্পাদক তরুণ এই প্রার্থী কাজী তাপস বলেন, ‘আপাতত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কিছু আমার মাথায় নিচ্ছি না। কারণ, সুষ্ঠু নির্বাচন হলে, বাবার দোয়া আর মানুষের ভালোবাসায় আমার বিজয় শতভাগ সুনিশ্চিত ইনশাল্লাহ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও ব্রাহ্মণবাড়িয়া- ৫ ( নবীনগর) আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন ও গণফ্রেন্টর প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ফলে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী এ আসনে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে রয়ে গেলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com