নিরাপত্তাশঙ্কার কারণ ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ। বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি। ইএসপিএন ক্রিকইনফো এতথ্য জানিয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে আলোচনা করতেই এই সভা ডাকে আইসিসি। সেখানে আইসিসির আলোচনা চলছে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাথে। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে আইসিসির সভায় ভোটাভুটি হয়েছে। যেখানে বেশিরভাগ দেশ বাংলাদেশ ভারতে না গেলে তাদের বদলি হিসেবে অন্য দলকে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ফলে আইসিসি থেকে বিসিবিকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে আলাপ করে এক দিনের মধ্যে ভারতে খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com