চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.জাহিদুল হক চার্জ গঠনের আদেশ দেন।
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা
এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিল।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আজ সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জ গঠনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। সকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পাশাপাশি পলাতক ১৬ আসামির পক্ষেও একজন আইনজীবী ছিলেন।
চিন্ময়ের আইনজীবী মামলা থেকে তাঁকে অব্যাহতি দিতে আদালতের কাছে আবেদন করেন। এতে রাষ্ট্রপক্ষে আপত্তি জানায়।
আদালত উভয়পক্ষের শুনানি শেষে মামলায় গ্রেপ্তার ২৩ আসামি এবং আইনজীবীদের উপস্থিতিতে চার্জ গঠনের আদেশ দেন। এর মাধ্যমে আলোচিত এই মামলার বিচার কাজ শুরু হলো।
এদিকে কারাগারে থাকা ২২ আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলেও জানান সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী । আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
গত বছরের ১ জুলাই এই মামলায় ৩৮ জনকে আসামি করে প্রথম চার্জশিট দিয়েছিলেন আদালত। এতে বাদীপক্ষ না-রাজি দিলে একই বছরের ২৫ আগস্ট ৩৯ জনকে আসামি করে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com