কুষ্টিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন

0
110

রেজা আহাম্মেদ জয়ঃ কোভিড-১৯ এ সংক্রমনে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হওয়া লোকজনের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস এর ২০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্বাবধায়নে জীবাণুমুক্তকরন টানেল স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা বক চত্বরে এই জীবানুমুক্ত করন টানেল উদ্ধোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২১ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডর বিগ্রেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।

সেনাবাহিণীর পক্ষ থেকে জানানো হয়েছে এ টানেলের মধ্য দিয়ে পথচারি, রিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ মাঝারি আকৃতির গাড়িগুলো জীবানুমুক্ত হয়ে শহরে প্রবেশ করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস জানিয়েছেন, জরুরী প্রয়োজনে যারা ঝুঁকি নিয়ে বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।