নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাঙ্গনে বিভিন্ন শ্রেষ্ঠত্ব বাছাই পর্বে বিশ্বনাথ উপজেলা জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কবি আবদুল হান্নান ইউজেটিক্স গত (৮ জানুয়ারী) উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হন। পরেবজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব বাছাই পর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সিলেট জেলার জেলা প্রশাসক ও আহবায়ক মোঃ সারওয়ার আলম এবং জেলা শিক্ষা অফিসার ও সদস্য সচিব আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত করা হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী কবি আবদুল হান্নান ইউজেটিক্স ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি সিলেটের বিশ্বনাথ সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। শিক্ষকতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে এরপূর্বেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এবং ২০২৪-এ বিশ্বনাথ উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক’ নির্বাচিত হন।
সম্মাননার ঝুলিতে তার সাহিত্য ও কর্মজীবনে এটিই প্রথম স্বীকৃতি নয়। এর আগেও তিনি দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য প্রাপ্তির মধ্যে রয়েছে- বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত), মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড,বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা,সুকুমার রায় সম্মাননা, জাতীয় সাহিত্য পদক (কাব্যকথা সাহিত্য পরিষদ), কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কার, সিলেট সাহিত্য পুরস্কার,সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার।
উল্লেখ্য, আবদুল হান্নান ইউজেটিক্স একাধারে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার এবং দীর্ঘ সময় সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। বর্তমানেও তিনি নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে নান্দাইল ও বিশ্বনাথের সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com