ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ‘সোহেল মিয়া’কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি আনুমানিক রাত ২৩.১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-৩৫, পেনাল কোড ১৮৬০; মূলে ডাকাতি মামলায় ০৩ বছর ০২মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন - সোহেল মিয়া (৪৪), পিতা- মৃত শেখ রুক্কু মিয়া, সুলতানপুর, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com