বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্থগিত হওয়া সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ইউজিসি’র সচিব ড. মো. ফখরুল ইসলাম এ তথ্য জানান।
এদিকে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের জন্য সংশোধিত আসন বিন্যাস ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে (www.ugc.gov.bd) প্রকাশ করা হয়েছে। গত ৮ জানুয়ারি এই আসন বিন্যাস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com