মুন্সীগঞ্জ প্রতিনিধি: সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের নিমিত্ত ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ই জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের নিমিত্ত ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা নাহার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম;উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা বা ভঙ্গ হচ্ছে কিনা বা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা সরেজমিন পরিদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় প্রার্থী করেছে কিনা অথবা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচনি তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি/ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)-কে জানানোর জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com