ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ হারুন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়ে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। ব্যবসায়ীরা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, সহজ ঋণ সুবিধা এবং প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
হারুনুর রশীদ হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী ও শিল্পপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের নীতি সহায়তা ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, জেলার নারী উদ্যোক্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com