হিলি প্রতিনিধি: জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
আজ শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাদেরকে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।
এসময় ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com