নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় ১০ পিচ ইয়াবাসহ মোসলেম আলী(৫০) নামে একাধিক মাদক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আমলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক মোসলেম উদ্দিন ওই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।
পুলিশ জানায়, থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান পরিচালনাকালে উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের মিজানুর বিশ্বাস এর চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে একাধিক মাদক মামলার আসামী মোসলেমকে আটক করেন। পরে তার হেপাজত থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানান, আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com