ইসমাইল হোসেন, পোরশা, নওগাঁ: নওগাঁর পোরশা থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের দিকে পোরশা উপজেলার বড় গ্রাম বাজারের পশ্চিম পাশে মো. সবুর মাস্টারের আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন মোহাম্মদ পলাশ হোসেন (৩৩)কে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪৯ পিস ট্যাপেন্ড ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ পলাশ হোসেন মৃত বকুল হোসেনের ছেলে। তার বাড়ি নওগাঁ জেলার পোরশা থানার বড়গ্রাম (কাঁইয়াপাড়া) এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পোরশা থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com