৫৪ লাখ ছাড়ালো ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

0
87
ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৫৪ লাখ ৬১৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬০৫ জন। শনিবার এই সংখ্যা ছিল ৯৩ হাজার ৩৩৭। এখন পর্যন্ত দেশটিতে সবমিলিয়ে ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

জানা গেছে, ভারতে প্রতি দিন ৯০ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। আমেরিকা ও ব্রাজিলের মতো দেশে সংখ্যাটা ৩০ থেকে এবং চল্লিশ হাজারের কোটায়।

এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা আমেরিকায় এখনও পর্যন্ত ৬৭ লাখ ৬৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ২৮ হাজারের বেশি।