মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জনকে হুইলচেয়ার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ ই ডিসেম্বর) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জন সদস্যের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বহু ভুল ধারণা ও নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এখন আর ঘরে বসে নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নিজেদের দক্ষতা ও সামর্থ্য দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “সমাজের প্রতিটি মানুষ তার অবস্থান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ ও সেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করলে তারা পরিবারের বোঝা নয়—বরং তাদের যোগ্যতা অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আর এ জন্য প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের ইতিবাচক পরিবর্তন।”

অনুষ্ঠানে আগত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশেও তাদের পাশে দাঁড়ানো ও বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনসহ জেলা সমাজসেবা কার্যালয়কে বিশেষ ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাঈদা ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ