ভোলা

লালমোহনে নার্সদের বিক্ষোভ ও কর্মবিরতির ডাক

মোহাঃ নূরন্নবী তন্ময়, বিশেষ প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে ৮দফা দাবি আদায়ে কালো ব্যাজ ধারণ সহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা।

বৃহঃস্পতি বার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশ নেন।

হাসপাতালের সেবা অব্যাহত থাকলেও নার্সরা কালো ব্যাজ ধারণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেন। এতে হাসপাতালের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কিছুটা ব্যাহত হয়। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়ে। পরে বেলা ১২টার দিকে আবার স্বাস্থ্য সেবা স্বাভাবিক হয়।

উক্ত হাসপাতালের নার্সিং অফিসার ‘ছাবিকুন নাহার হেপি’ তরঙ্গ নিউজকে জানান, এটি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা থাকবো রোগীর পাশে, নার্সকে কেনো রাস্তায় আসতে হলো। নার্সিং একটি মহৎ পেশা, একদল কুচরিমহল ষড়যন্ত্র চালাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। এসব দাবির দ্রুত বাস্তবায়ন না আমরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।

উল্লেখ্য স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

এই বিভাগের আরও সংবাদ