ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানের বিরুদ্ধে জারি করা ‘সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ পূর্বের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) মোঃ রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে পূর্বের মতোই সংগঠনের সব সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা হলো। জেলা কমিটি জানায়, সংগঠনের কাঠামোকে আরও সুসমন্বিত, সক্রিয় ও গতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে নোটিশে আরও বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজিজুর রহমান বলেন, ‘জেলা সমন্বয়ক কমিটির সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই এবং নোটিশ প্রত্যাহারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের প্রতি আমার নিষ্ঠা ও দায়িত্ববোধ সবসময় অটুট ছিল, থাকবে। ভুল-বোঝাবুঝি দূর হলে সংগঠন আরও শক্তিশালী হয়। সুন্দরগঞ্জে এনসিপি’কে সুসংগঠিত ও গতিশীল করতে আগের চেয়েও বেশি আন্তরিকভাবে কাজ করব।’
এর আগে, গত ৯ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে সবধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ ছিল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com