সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার:তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জামিয়াতুল হুমাইরা আল ইসলামিয়া রণবিজয়পুর মাদ্রাসার দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ করে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন। মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া হলে তাদের মাঝে উৎসাহ, আনন্দ আর কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আল ইমরান, শামিম মুন্সি, জসিম মিন, রোহিত হালদার, ইমন শেখ, কাইফ সরদার, নাজমুস সাকিব মাঝি, হৃদয় হোসাইন, রিজভী গাজি, কাজী তাসকিন, আব্দুল্লাহ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, তারেক রহমান শুধু দলের নেতা নন, তিনি আমাদের প্রেরণা, সাহস আর পরিবর্তনের প্রতীক। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা চাই তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে। ছাত্রদলের প্রত্যেকটি কার্যক্রমই হবে মানুষের পাশে দাঁড়ানোর, শিক্ষাকে এগিয়ে নেওয়ার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে।
তিনি আরও বলেন, ছাত্রদলের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাগেরহাটের ছাত্রসমাজকে আরও সংগঠিত, শিক্ষিত ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তারা কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com