সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় জলবায়ু কর্মদিবস উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। শনিবার(১৫নভেম্বর) সকাল ১০ টায় কানাইনগর পশুর নদীর পাড়ে জলবায়ু কর্মদিবস উপলক্ষে এ মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন সারা বিশ্বের সাধারন মানুষ ক্রমবর্ধমান বৈষম্য, জলবায়ু বিপর্যয় এবং প্রকৃতির ধ্বংসের প্রভাব অনুভব করছে। নদী ভাঙ্গন এবং সিডর আইলার মতো ঘূর্ণিঝড়ে সুন্দরবন উপকূলের মানুষ বিপর্যস্ত। নিরাপদ খাবার পানির সংকট ক্রমান্বয়ে বাড়ছে। তাই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে আমাদের।
এসময়ে,জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জাহিদ হোসেন ব্যাপারি, ফারজানা বেগম, পরিবেশকর্মী হাছিব সরদার, মেহেদী হাসান, জেলে, বাওয়ালি, মৌয়ালি, নারী, ইয়ুথসহ সুন্দরবন উপকূলের নানা শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com