হিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) আন্তঃ রেজিমেন্ট/উইং ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সেনানিবাসে। ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা চলে গত ৯ ও ১০ নভেম্বর।
দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় মহাস্থান রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং রমনা রেজিমেন্ট রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফায়ারিংয়ে পুরুষ ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিল মাহমুদ (রমনা রেজিমেন্ট) এবং নারী ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার হন ক্যাডেট আফরা রুমালী তন্নী (মহাস্থান রেজিমেন্ট)।
প্রতিযোগিতা শেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি ক্যাডেটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com