আজ বুধবার, ফার্মগেট-ইন্দিরা রোড-রাজাবাজার এলাকায় আগামী ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, শাহবাগে, বিকেল ৩ টায় মাথাল মিছিলের প্রচারণা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী বিশিষ্ট আলোকচিত্রী ও শ্রমিকনেতা তাসলিমা আখতার।
প্রচারণাকালে তিনি বলেন, "দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে। জুলাই অভ্যুথানে ফার্মগেট অঞ্চল প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিলো। অভ্যুত্থানের যে আকাঙ্খা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সেই কাজও আমরা অনেকদূর এগিয়ে নিতে পেরেছি। দেশ এখন নির্বাচনমুখী। আমরা আজ মাথাল মিছিলের প্রচারণায় এসেছি। মাথাল মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু করবো। আমরা ঢাকা-১২ আসনের জনগণকে মাথাল মিছিল সফল করার আহ্বান জানাই।"
প্রচারণায় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী সংহতির সম্পাদক অপরাজিতা চন্দ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ নাদভী ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির অর্থ সম্পাদক মাহবুব ইরানসহ নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com