উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সীমান্তে কচুয়া নদীর চকিদহ ব্রিজের নিজ থেকে আমিনুল সেখ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এলাকাবাসী ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। আমিনুল সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আয়নাল সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকান্ডের ক্লু উন্মোচন করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com