তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর টাঙ্গুয়ায় হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে আভিযান চালিয়ে ৫ লাখ টাকার চায়না দুয়ারী ও মশারি জাল আটক করে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শান্তনু টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
‘জানাযায়, টাঙ্গুয়ার হাওরের আশপাশের এলাকায় চায়না ও দুয়ারী জাল দিয়ে প্রতিদিন মাছ শিকার করে আসছে অসাধু জেলে চক্ররা। এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুরের নেতৃত্বে থানা পুলিশ ও আনসারদের নিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, মশারি জাল জব্দ করার পর স্থানীয় লোকজনের সামনে এসব জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়। পুঁড়িয়ে দেয়া চায়না ও দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।’ এসময় থানার পুলিশ সদস্য,আনসার সদস্যগণ, স্থানীয় সংবাদকর্মী ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শান্তনুর বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com