১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরণের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানাবেন। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। পরিস্থিতি নরমাল থাকবে। কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। অনেক সময় সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়। এভাবে যেন সহজে জামিন না পায় অনুরোধ করা হবে। সন্ত্রাসীরা যেন জামিন না পায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। তা আরো বেগবান করা হবে। কিছু কিছু অস্ত্র রয়ে গেছে বাইরে, আশা করি এগুলো উদ্ধার হবে। রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অঘটন ঘটানো হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লক ডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইবুনাল, মেট্রোরেল ও রেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। বাসে আগুন দেয় এজন্য রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com