রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: জুম্ম জাতির চেতনার অগ্রদূত ও অসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর বান্দরবান জেলা শাখা।
গতকাল ১০ নভেম্বর সোমবার সকালে বান্দরবান শহরের রয়েল হোটেলের হলরুম প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড পিপল ডেমোক্রেটিভ ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সভাপতি রাম তং সাং বম মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য জ্যোতিৎ চাকমা, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, সাবেক পিসিবি সাধারণ সম্পাদক বর্ষা তংচঙ্গা, জেলা সদস্য বিকাশ চাকমা, এবং লামা উপজেলা সভাপতি মাংসইপ্রু ত্রিপুরাসহ অনেকে।
স্মরণ সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন জুম্ম জাতির অধিকার আদায়ের এক অনন্য সৈনিক, যিনি জাতির মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আদর্শ ও ত্যাগ জুম্ম জনগণের সংগ্রামের চেতনায় আজও জ্বলজ্বল করছে। বক্তারা আরও বলেন, “তিনি শুধু নিজের জনগোষ্ঠীর নয়, সমগ্র পাহাড়ি জনগণের ন্যায় ও অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তার আদর্শই ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস হয়ে থাকবে।”
সভা শেষে উপস্থিত সবাই মহান এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com