সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবন ভ্রমনে এসে পশুর নদীতে পড়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার(১০ নভেম্বর) দুপুর ১ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানায়।
কোস্ট গার্ড জানায়, গত ৮ নভেম্বর ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১ জন নিঁখোজ থাকে। পরে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হাড়বাড়িয়া থেকে দুইটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ পর্যটকের উদ্ধারে অভিযান পরিচালনা করে। ৩ দিন পরে আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে
উদ্ধারকৃত মরদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com