রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন দজাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) গরুর গাড়ি প্রতীকে মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ও ধামরাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন জনি।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সার্বিক বিবেচনায় ও মাঠ জরিপের ফলাফলের ভিত্তিতে এ তরুণ নেতা সাব্বির হোসেন জনিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
মনোনয়ন পাওয়ার আনন্দে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ধামরাই পৌর শহরে উপজেলা বিজেপির সভাপতি মো. সাব্বির হোসেন জনি ও তাঁর অনুসারীরা এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি ধামরাই পৌর শহরের শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বিজেপির মনোনীত প্রার্থী সাব্বির হোসেন জনি। তিনি বলেন, “আমি নিজের জন্য নয়, দেশের গণতন্ত্র রক্ষা এবং জাতির সার্বভৌমত্ব সুরক্ষার জন্য নির্বাচনে অংশ নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছে। আমার দলের কর্ণধর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছেন এবং বারবার কারাবরণ করতে বাধ্য হয়েছেন। আমি আমার সেই নেতার আদর্শে আদর্শিত হয়ে পথ চলব এবং দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকব। সেই সঙ্গে সমাজের অসংগতি ও অন্যায়–অনাচারের বিরুদ্ধে জীবন বাজি রেখে হলেও লড়ব, ইনশাআল্লাহ।”
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com