গণমাধ্যম বর্তমানে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা এখন ‘মবের ভয়’ পাচ্ছেন, তারা হয়তো অতীতে ‘দোসর’ ছিলেন। তিনি সরাসরি বলেন, এখন আপনি যদি দোসর হন, আমি তো আপনার পাপ ক্লিনআপ করবো না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি’ শীর্ষক সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম, অনেকে বলেন মবের ভয়ে আছেন। আমি তো কোথাও সেই ভয় দেখি না। যারা ‘মবের ভয়’ পাওয়ার কথা বলছেন, তাদের অধিকাংশই অতীতে দোসর ছিলেন এবং ভয়টা তাদের নিজেদের থেকেই আসছে।
তিনি বলেন, বাইরের দেশে গণমাধ্যম নিজেদের ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার সংস্কৃতি গড়ে তুলেছে। ওরা ন্যায়পাল রাখে, দেখে তাদের রিপোর্ট ঠিক ছিল কি না। ভুল থাকলে প্রকাশ্যে স্বীকার করে ক্ষমা চায়। কিন্তু এখানে তো সেই সংস্কৃতি নেই।
অপতথ্য মোকাবিলাকে ভবিষ্যতের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ভালো সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিনিয়ত মিথ্যা খবর ছড়াচ্ছেন। সরকার সেন্টমার্টিন, মাইলস্টোন, চট্টগ্রাম পোর্ট এবং উত্তরপাড়া নিয়ে ভুয়া খবরের অযাচিত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
অপতথ্য মোকাবিলা করতে না পারলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ৯০-এর পর সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছিলেন কেয়ারটেকার সরকারের আমলে এবং বর্তমানে সাংবাদিকতার দুর্বৃত্তায়ন থেকে বের হওয়ার চেষ্টা চলছে।
সংলাপে অংশ নিয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর মন্তব্য করেন যে, বর্তমানে মিডিয়া হাউস নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তিনি মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধে ভেটো ক্ষমতার মতো আচরণ করার অভিযোগ তোলেন এবং সাংবাদিকদের সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানান।
আলোচনায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com