মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী তুরাগের দলিপাড়া এলাকায় রাজউক কর্তৃক ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসী উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসীদের দাবি- উচ্ছেদ অভিযানের আগে এলাকায় কোন ধরনের মাইকিং কিংবা নোটিশ দেয়নি রাজউক। সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদের ঘরবাড়ি ভাংচুর করে ক্ষয়-ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসি ও ভুক্তভোগীরা।
গতকাল বুধবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দলিপাড়া এলাকায় ভাংচুর ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক এবং এলাকাবাসীদের অভিযোগে জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন তুরাগের দলিপাড়া এলাকায় হঠাৎ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অবৈধ স্থাপনা ভাংচুর করতে অভিযান পরিচালনা করে। রাজউকের ভ্রাম্যমান আদালতের প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সিভিল অ্যাভিয়েশন উচ্চতার সীমারেখা (আইন) লংঘন করে অনুমোদনহীন একাধিক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবনের রাজউকের বৈধ কোন অনুমোদন ছিল না। কয়েকটি আংশিক ভবনের একাংশ ভাংচুর করা হয়েছে। ইতিপূর্বে ভবন মালিকদেরকে নোটিশ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
স্থানীয় একাধিক বাসিন্দাররা অভিযোগ করে বলেন, অভিযানকালে ওই এলাকার মিনহাজ, শাহীন, করিম মাষ্টারসহ ৪/৫ টি বসতবাড়ি নির্মাণাধীন বাড়ি ভাংচুর করা হয়। এসময় ভাংচুরের খবর পেয়ে স্থানীয় বাড়ির মালিক ও এলাকাবাসীরা ঐক্য বদ্ধ হয়ে তার প্রতিবাদ করেন। উচেছদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজউকের কর্মকর্তা, বুলডোজার ও লাঠিয়াল বাহিনীর লোকজন অংশ নেয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কিন্তু দলিপাড়া এলাকায় কোনো ধরনের উচেছদ অভিযান ও ভাংচুর চালায়নি রাজউক কর্তৃপক্ষ।
এদিকে এই ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে পরোক্ষনে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে এলাকাবাসিদের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরবর্তীতে গতকাল বুধবার রাত ৮টার পর দলিপাড়া এ এম হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিককসহ দলিপাড়া, বাউনিয়া, আহালিয়াসহ কয়েকটি এলাকায় বাড়ির মালিকরা এক আলোচনা- মতবিনিময় সভার আয়োজন করেন। রাত ১০টার পর সভা শেষ হয়। প্রায় শতাধিক বাড়ির মালিক এতে অংশ গ্রহন করে নিজ নিজ মতামত পেশ করেন। স্থানীয় বাসিন্দা মো: শরীফ খানের সভাপতিত্বে এবং জালাল হোসেন খানের সঞ্চালনায় মুক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- তুরাগ থানা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহবায়ক ও এ এম হাইস্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আবু তাহের আবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নূরুন্নবী ভুইঁয়া, চলচ্চিত্র অভিনেত্রী রীণা খান, আনিছুর রহমান, মাহাবুব আলম জিয়া, মো: পিন্টু ও মো: শিশিরসহ অনেকেই বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে তুরাগের দলিপাড়া, বাউনিয়া, আহালিয়া, পাকুরিয়া এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাড়িঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমরা সরকার প্রধানকে বিদ্যুৎ বিল, তিতাসকে গ্যাস বিল, ওয়াসা কর্তৃপক্ষকে পানি বাবদ বিল, জমির খাজনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ক সহ সব কিছু নিয়মিতভাবে পরিশোধ করি। প্রায় ৫/৬ শতাধিক পরিবারের কমপক্ষে ২০/২৫ হাজার লোকের বসবাস এখানে। অথচ আমরা নাগরিক সুবিধা থেকে প্রায় বঞ্চিত। আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া হউক।
ইতোমধ্যে আমাদের নানাবিধ নাগরিক দুর্ভোগের বিষয়টি ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক আমিনুল ইসলাম, দলের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ দলের নেতৃবৃন্দদেরকে অবগত করা হয়েছে। আশা করি খুব শিগগিরই আলাপ আলোচনার ভিত্তিতে জনগণ উপকৃত হবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি বলে জানান এলাকাবাসি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com