আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবস্থিত হল সমূহে ভেন্ডিং মেশিন, ওয়াশিং স্টেশন, স্মার্ট লকার, স্মার্ট বিন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সুবিধা প্রদান করবে গেট এইড লিমিটেড।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর প্রজেক্ট হেড মুনিম রহমান ম্যারিন। অনুষ্ঠানে কুয়েট ও গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com