ইয়ামিন হোসেন: ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ঘোষণার পর টেলিভিশন এ সংবাদ শুনেই ভোলা সদর আসনের শহর এবং বিভিন্ন পাড়া-মহল্লায় ঈদের আমেজ বইছে বিএনপি ও তাদের কর্মী-সমর্থকদের মাঝে।
নেতাকর্মী ও সাধারণ মানুষরা অপেক্ষায় ছিল কখনো মনোনয়ন নিয়ে ভোলায় ফিরবেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
অবশেষে আজ ঢাকা থেকে সড়ক পথে মজুচৌধুরী ঘাট। সেখান থেকে নৌপথে বেলা সাড়ে ১১টায় ইলিশাঘাটে আসেন দক্ষিণাঞ্চলীয় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেকমন্ত্রী প্রয়াত মরহুম মোশারেফ হোসেন শাহাজান এর ছোট ভাই ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এ খবরে ভোলা জেলা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা স্বাগত জানাতে উপস্থিত হয় ইলিশাঘাটে।
প্রায় দুই কিলোমিটার দীর্ঘ লাইনে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ধানের শীষের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে ভোলার রাজপথ।
ইলিশাঘাট থেকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন তিনি।
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আজকে আপনারা যে ভালবাসা দেখিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। দলমত নির্বিশেষ সকলকে ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান করেন তিনি। আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সফর সঙ্গী ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।
এদিকে স্বাগত জানাতে ইলিশাঘাট উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-উর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল,মহিলাদল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com