জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন আজ বৃহস্পতিবার। তিনি কন্নড় সিনেমার এক শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার অসামান্য অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। ‘ওম’ এবং ‘কেজিএফ’ সিরিজের মতো সফল সিনেমায় তার চরিত্রগুলো ছিল স্মরণীয়। মৃত্যুর সময় তিনি কিডওই হাসপাতালের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদরের দিকে ছড়িয়ে পড়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা বেশ দুর্বল হয়ে পড়েছিল। খবর বলিউড লাইফের।
হরিশ রাইকে ‘ডন রাই’ নামে ‘ওম’ সিনেমার একটি কাল্পনিক চরিত্রের জন্য স্মরণ করা হয় এবং ‘কেজিএফ’ সিনেমায় তিনি ‘চাচা’ চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন।
তিনি রেখে গেছেন স্ত্রী এবং দুই পুত্রকে। কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শোকবার্তা লেখেন, কন্নড় সিনেমার প্রখ্যাত খলনায়ক হরিশ রাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প এক অসীম শূন্যতায় চলে গেল। তিনি ‘ওম’, ‘হ্যালো ইয়ামা’, ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ সিনেমায় অনবদ্য অভিনয় করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার ও প্রিয়জনদের এই দুঃখ সহ্য করার শক্তি দেয়ার প্রার্থনা করি। ওম শান্তি।
এর আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গোপী গৌড়ুর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে হরিশ রাই তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়ে ছিলেন যে, তিনি সুস্থ হলে আবার অভিনয়ে ফিরতে চান। সেইসময় তার চিকিৎসার খরচ ছিল অত্যন্ত বিশাল, একেকটি ইনজেকশনের দাম প্রায় ৩.৫৫ লাখ টাকা ছিল। পুরো চিকিৎসার খরচ প্রায় ৭০ লাখ টাকা হতে পারে।
কেজিএফ তারকা যশের সাহায্য সম্পর্কে হরিশ রাই বলেছেন, যশ আগেও আমাকে সাহায্য করেছে। আমি তাকে বারবার সাহায্য চেয়ে বিরক্ত করতে চাই না। আমি তাকে আমার স্বাস্থ্যের অবস্থা জানাইনি, তবে জানি সে জানলে আমাকে সাহায্য করবে। সে যেকোনো সময় আমার পাশে দাঁড়াবে। আমি আমার পরিবারকে বলেছি, যদি কিছু হয়, যেন যশকে জানান। আমি জানি সে কখনও মুখ ফিরিয়ে যাবে না।
হরিশ রাই কন্নড়, তামিল এবং তেলুগু সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তার কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘স্বয়ম্বরা’, ‘নাল্লা’ এবং কেজিএফ সিরিজ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com