মনির হোসেন জীবন : ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সংসদীয় আসন ঢাকা -১৮ বিএনপি থেকে মনোনয়ন (নমিনেশন) প্রত্যাশী এম, কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আমি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জাতীয়তাবাদী দল (বিএনপি) তথা ধানের শীষের রাজনীতির সাথে জড়িত । দল আমাকে এবার নমিনেশন দিয়ে মূল্যায়িত করবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সফল দেশনায়ক তারেক রহমানকে আমি সংসদীয় ঢাকা-১৮ আসনটি উপহার দিতে চাই। তৃণমূল থেকে আজ পর্যন্ত দল ও জনগণের জন্য আমি কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের এই ত্যাগী নেতা ।
গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর দক্ষিণখানের জামতলা এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ উপলক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ছাত্র নেতা এম, কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। আমরা চাই একটি জনগণের সরকার, যেখানে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমি চাই জনগণের প্রতিনিধি হয়ে এই এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।
উঠান বৈঠকে বক্তারা বলেন, এম, কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত আছেন। তিনি দলে যেমন গ্রহণযোগ্য, ঠিক তেমনি তৃণমূলের নেতাকর্মীদের নিকট বেশ জনপ্রিয়। স্থানীয় নেতাকর্মীরা একযোগে দাবি জানান - আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম, কফিল উদ্দিন আহমেদকে যেন ঢাকা-১৮ আসন থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। এটাই সর্বস্তরের মানুষের প্রত্যাশা।
বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, এম, কফিল উদ্দিন আহমেদ শুধু একজন প্রার্থী নন, বরং উত্তরার বিএনপির প্রাণ। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন তিনি । তার নেতৃত্বে উত্তরার তৃণমূল নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে এলাকা ধরে রেখেছেন। তাদের বিশ্বাস, দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণায় ধানের শীষের প্রতীক তারই প্রাপ্য ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য মতে- ঢাকা -১৮ আসনের রাজনীতিতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক (জিএস) এবং তুখোর ছাত্র নেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ম আহবায়ক এম, কফিল উদ্দিনের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিএনপির আসন্ন নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত ৩ নভেম্বর, ২০২৫ মনোনয়ন তালিকায় নাম না থাকায় তার হাজার হাজার অনুসারীরা সোমবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন। অনেকেই স্থানীয় বৈঠক ও আলোচনায় দলের প্রতি আস্থা রেখে বলেছেন—বিএনপির জন্য এবং দলকে প্রতিষ্ঠিত করতে যে নেতা শরীরের ঘাম, শ্রম ও ত্যাগ স্বীকার করে দলকে টিকিয়ে রেখেছেন, তিনিই যেন এবার ধানের শীষের প্রার্থী হন। তার বিকল্প কোন কিছু হতে পারে না।
দক্ষিনখান থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ হাজী মো: মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ছাত্র দলসহ সহযোগী অংগসংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com