মনির হোসেন জীবন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -(২০২৬)কে কেন্দ্র করে সংসদীয় ঢাকা-১৮ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ শেষ মুহুর্তে অনেকটাই তুঙ্গে পৌঁছেছে ।
দলীয় নমিনেশন (মনোনয়ন) পাওয়ার জন্য দলের "হেভিওয়েট " সম্ভব্য প্রার্থীরা দিবারাত্রি ছুঁটে চলছেন "হাইকমান্ডের" কাছে। কেউ কেউ দলের শীর্ষ পর্যায়ের নেতা ও নীতিনির্ধারকদের কাছে ছুঁটছেন। কিন্তু দলীয় মনোনয়ন দেয়ার ক্ষমতা এখন রয়েছে - "হাইকমান্ডের" কাছে। তিনিই একমাত্র মূল চাবিকাঠি। এনিয়ে প্রার্থীদের ভেতরে শুরু হয়েছে এক ধরনের তীব্র প্রতিযোগিতা— তাহলে জনমনে প্রশ্ন জাগে, ঢাকা -১৮ আসন তথা নির্বাচনী এলাকায় নমিনেশন দৌঁড়ে কে বেশি এগিয়ে আছেন, এটিই যেন এখন দেখার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এমনটিই- তৃণমূল পর্যায়ের নেতা, পদপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে দানা বেঁধেছে।
সংসদীয় আসন ঢাকা -১৮'তে অবশেষে কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক কে পাচ্ছেন। সেই সৌভাগ্য ব্যক্তি কে? তা নিয়ে শেষ মুহুর্তে সর্বত্র এলাকায় চলছে নানা গুঞ্জন, আলোচনা- সমালোচনা। দীর্ঘ দিনের পুরানো দলের পরীক্ষিত এমন একজন নেতাকে এ আসন থেকে "নমিনেশন" দেয়া হউক। এমনটাই ভাবছে - ঢাকা -১৮ আসনের সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ। খবর বিএনপির শীর্ষ দলীয় নেতা ও একাধিক বিশ্বস্থ তথ্য সূত্রের।
দলীয় সূত্র জানায়, অন্তত ৫ থেকে ৮ জন প্রভাবশালী নেতা এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নমিনেশন দৌঁড়ে এগিয়ে আছে ৪জন প্রার্থী। ইতিমধ্যে তারা গ্রীন সিগন্যাল পেয়েছেন। এছাড়া প্রায় ২জন চূড়ান্ত সিগন্যালের অপেক্ষায় আছেন। এর বাইরে আরও কয়েকজন জোটভুক্ত নেতার নামও আলোচনায় আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। আশা করা হচ্ছে - আগামী কয়েকদিনের মধ্যে দলীয় হাইকমান্ডের নির্দেশে গুরুত্বপূর্ণ সংসদীয় ঢাকা -১৮সহ বাকি ছয়টি আসনের বিএনপি দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে জাতীয়তাবাদী দল (বিএনপি) ।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ঢাকা -১৮ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান ধানের শীষের প্রার্থী হিসেবে নমিনেশন (মনোনয়ন) পাওয়ার জন্য দলের হাইকমান্ডের কাছে ছুটে যাচ্ছেন। দল যেন তাকে মূল্যালয় করে প্রার্থীতা ঘোষনা করেন এমন দাবি তার। তুলনামূলক নতুন মুখ হলেও খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন মহানগর উত্তর বিএনপির এই নেতা। তিনি ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে নিয়মিত গণসংযোগ করে নিজের বলয়, সমর্থন ও মানুষের ভালোবাসা তৈরি করেছেন। দলের ভেতরে তার জনপ্রিয়তা আগের চেয়ে দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে হাজী মোস্তফা জামান দলের একজন ত্যাগী ও পরিশ্রমি নেতা হয়ে উঠেছেন। অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র দল ও যুবদল নেতা জনতার এমপি নাম খ্যাত এস, এম জাহাঙ্গীর হোসেনের জনপ্রিয়তার কমতি নেয়। ঢাকা -১৮ জুড়ে রয়েছে তার ব্যাপক সুনাম। এলাকাবাসী তাকে জনতার এমপি উপাধি দিয়েছেন। ইতোমধ্যে তিনি জনগণ ও ভোটারদের ভালবাসা অর্জন করেছে। এছাড়া ইতোপূর্বে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন মাঠে থাকা এ নেতা এখনও তৃণমূলে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত বলে মনে করেন তার সমর্থকরা। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এবার দলীয় মনোনয়ন পেলে তিনি ঢাকা -১৮ আসন থেকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবেন। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী এম কফিল উদ্দিন আহমেদও মনোনয়ন পেতে শক্ত অবস্থানে আছেন। দলের হাইকমান্ড ও শীর্ষ মহলে ছুটাছুটি করছেন। তিনি বিএনপি থেকে ঢাকা-১৮ থেকে দলীয় নমিনেশন পেতে তুমুল দৌঁড় ঝাপ শুরু করেছেন। বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারণা, বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিটিং- মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণে পুরোপুরিভাবে সক্রিয় আছেন। দলের জন্য তার দীর্ঘদিনের ত্যাগ ও অর্থনৈতিক অবদান তাকে মনোনয়ন দৌঁড়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। এছাড়া দীর্ঘ দুই দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ঢাকা-১৮ কে মডেল আসন হিসেবে তিনি গড়ে তুলতে চান। সম্প্রতি তিনি এ আসনে খাল পরিস্কার থেকে শুরু করে বিভিন্ন মিটিং-মিছিল, জনসংযোগ ও উঠান বৈঠক করে জনগণের মন জয় করেছেন। এ আসনটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এসকল সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদীয় ঢাকা -১৮ থেকে যারা মনোনয়ন প্রার্থী হয়েছেন। তারা জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল করে মূল দল জাতীয়তাবাদী দল (বিএনপি)র ঢাকা মহানগরীর সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক হয়েছেন। এ গুরুত্বপূর্ণ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী হলো- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুনের নামও রয়েছে।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ এবং বিএনপি থেকে মনোনয়ন প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ভোটার ফিরোজ জামান এ প্রতিবেদককে বলেন, ঢাকা-১৮ আসন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এ আসনটিতে বিএনপির "হেভিওয়েট" এবং সকলের কাছে জনপ্রিয় স্থানীয় বাসিন্দাদের মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিলে সেটি হাত ছাড়ার বেশি সম্ভবনা রয়েছে। তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক ইদ্রিস আলম এ প্রতিবেদককে বলেন, সংসদীয় ঢাকা- ১৮ এই আসন ধানের শীষের প্রার্থীরা প্রাপ্য। এটি উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষের প্রবেশদ্বার। আমি রাজনৈতিক কর্মী নয়, সামান্য একজন সংবাদকর্মী। দীর্ঘ ২০ বছরের বেশি এই এলাকায় বসবাস করছি। লোকাল রাজনীতির পালস বুঝেই এমন মন্তব্য করছি। ঢাকা -১৮ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ও আসন্ন ভোট প্রসঙ্গে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাইলে স্থানীয় একাধিক ভোটার এ প্রতিবেদককে বলেন- বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, দলীয় হাইকমান্ডের কাছে ঢাকা -১৮ আসনের সর্বস্তরের মানুষের দাবি- দল থেকে যেন ত্যাগী ও তৃণমূলের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়। পাশাপাশি দেশের জনগণ কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। তারা শান্তিপূর্ণ ভোট ও সুন্দর পরিবেশ দেখতে চান। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের ।
উল্লেখ্য, গতকাল সোমবার ( ৩ নভেম্বর, ২০২৫) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি সাতটি আসন- ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com