ইয়ামিন হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
বিকাল সাড়ে পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ভাবে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সেই তালিকায় ভোলা সদর-১ সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি 'র অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নাম ঘোষণা করা হয়।
এদিকে, তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ সফল রাজনৈতিক নেতৃত্বের গ্রহনযোগ্যতা বিবেচনায় সদর আসনে গোলাম নবী আলমগীর এর নাম দলীয়ভাবে চূড়ান্ত তালিকায় থাকায় তাৎক্ষণিকভাবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করা হয়েছে।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গনতন্ত্র কামী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর , যার ফলশ্রুতিতে এই আসনে তাকে প্রার্থী করার ঘোষণায় তৃণমূলে আনন্দের জোয়ার শুরু হয়েছে।
জেলা জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ জনতার সুখে দুখে পাশে থাকা মানুষটি ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে বলে মনে করি।
জানা যায়, ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর , ছাত্রজীবন থেকেই বিএনপি পরিবারের পাশে থেকে গনতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। তার বড় ভাই দক্ষিণ অঞ্চলীয় বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহাজান, বর্তমানে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রয়েছেন মোশারেফ হোসেন শাহাজান এর একমাত্র ছেলে আসিফ আলতাফ।
ভোলা শহরের মাহাজনপট্রি এলাকায় নিজেদের বাড়ীতে জেলা বিএনপির অফিস দিয়ে সেখান থেকেই পরিচালিত হতো সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম।
প্রতিটি আন্দোলনের নেতৃত্বে ছিলেন গোলাম নবী আলমগীর। এ চত্বরেই পুলিশের গুলিতে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন নুরে আলম ও আবদুর রহিম। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন খন্দকার আলামিনসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শে ভোলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট হটাও আন্দোলন সফল করে বর্তমানে ৩১ দফার বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ।
এদিকে মনোনয়ন প্রাপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃনমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি। আগামীদিনে দল এবং তৃনমুল নেতাকর্মীদের এমন আস্থার প্রতি আনুগত্য রেখে ধানের শীষের বিজয় নিয়ে ভোলা-১ আসনের শিক্ষা, সাহিত্য, ধর্মীয় সৃংস্কৃতি ও আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই।
তাই তিনি সকল কে ভেদা-ভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্য কাজ করার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com