নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শার বাগআঁচড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে শার্শা আসনে দল মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েই তরিকুল ইসলাম অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ও তরিকুল ইসলামের মানুষের প্রতি ভালোবাসার শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ সময় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সদস্য সচিব সেলিম হোসনে আশা প্রমুখ।
আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত করান বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খায়রুল আলম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com