ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি (০৩) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) -০১আসনে মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাজাহান আলী মিয়া।
চাঁপাইনবাবগঞ্জ (নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট) -০২ আসনে মনোনয়ন পেলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর ০৩ আসনে মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনর রশীদ হারুন।
অন্যদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে একই তিন আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ঘোষিত প্রার্থী হলো, চাঁপাইনবাবগঞ্জ ( শিবগঞ্জ) -০১ আসনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী।
চাঁপাইনবাবগঞ্জ ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) -০২ আসনে ড. মু. মিজানুর।
চাঁপাইনবাবগঞ্জ সদর -০৩ আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
দুই দলই চাঁপাইনবাবগঞ্জের তিনটি (০৩) আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন -  www.torrongonews.com